1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
শ্রমিক আন্দোলনের মুখে নাটোরে প্রাণ কোম্পানি ৫ দিন বন্ধ ঘোষণা - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের নতুন পথচলায় মার্কিন ব্যবসায়ীদের অংশীদারত্ব চান প্রধান উপদেষ্টা পোরশার দুয়ারপাল সীমান্তে দুই বাংলাদেশীকে আটক করেছে বিএসএফ দুর্গাপূজায় ৬ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর ভোলাহাটে ঝড়ের আঘাতে ঘরের চালা গাছের মগডালে ভারতে মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ভোলাহাটে নেকজান স্কুলের প্রধান শিক্ষক পাখির পদত্যাগের দাবিতে মানববন্ধন ভারতে পালানোর সময় ছাত্রলীগ নেতা আটক মানিকগঞ্জে সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ২৪১ জনের বিরুদ্ধে মামলা বিশেষ কায়দায় মাদক পাচারকালে ফেন্সিডিলসহ আটক এক গণহত্যায় শহীদ পঞ্চগড়ের ৫ পরিবারকে জেলা প্রশাসনের আর্থিক সহায়তা

শ্রমিক আন্দোলনের মুখে নাটোরে প্রাণ কোম্পানি ৫ দিন বন্ধ ঘোষণা

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১ বার পঠিত

শ্রমিক আন্দোলনের মুখে নাটোরে প্রাণ কোম্পানি ৫ দিন বন্ধ ঘোষণা

শ্রমিকদের আন্দোলনের মুখে পড়েছে নাটোরের প্রাণ এগ্রো কোম্পানি। বেশ কিছু দিন ধরে চলা শ্রমিকদের বিক্ষোভ তীব্রতর হলে কারখানাটি আগামী মঙ্গলবার (১ অক্টোবর) পর্যন্ত ৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে এই ঘোষণা দেওয়া হয়। জানা গেছে, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে নাটোর একডালা এলাকায় অবস্থিত প্রাণ এগ্রো কারখানায় শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ অর্থনৈতিক বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ করেন। এর আগেও শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধি, অর্থনৈতিক বৈষম্য দূরসহ কর্তৃপক্ষের কাছে ১৩ দফা দাবি করেন। এ দাবির প্রেক্ষিতে কর্তৃপক্ষ কয়েক দফা দাবি মেনে নিলেও শ্রমিকরা সব দাবি আদায়ে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) পুনরায় আবার বিক্ষোভ শুরু করেন। এতে আজ শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত এ প্রাণ এগ্রো কারখানাটি বন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ। এর আগে, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকেরা আবারও কারখানায় বিক্ষোভ শুরু করেন। এসময় শ্রমিকরা কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) হযরত আলীকে তার অফিসে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে নাটোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মাছুদুর রহমান ও পুলিশ সুপার মারুফাত হোসাইন কারখানায় এসে শ্রমিক ও কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা নিরসনে আলোচনা করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা জেনারেল ম্যানেজার হযরত আলীকে রাতে কারখানা থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দেন। কারখানার নারী শ্রমিকরা বলেন, পরিশ্রম অনুযায়ী আমাদের বেতন কম দেয় কোম্পানি। বছরে বেতন বাড়ানোর কথা থাকলেও তা বাড়ানো হয় না। পেটের দায়ে বাধ্য হয়ে কাজ করি। আমাদের সবদিক থেকে ঠকানো হয়। তাই আমরা শ্রমিকরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ করেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে প্রাণ এগ্রো কারখানার কর্মকর্তার ফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি। নাটোরের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাছুদুর রহমান বলেন, আন্দোলনের খবর পেয়েই গতকাল আমিসহ পুলিশ সুপার ও সেনাবাহিনীর টিম কারখানায় পৌঁছাই এবং ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকরা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবি জানান। শ্রমিকদের দাবি আদায়ে মালিকপক্ষ আলোচনা করবেন। আশা করছি, শ্রমিকদের ন্যায্য দাবি পুরন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!