চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে কানসাট সোলেমান ডিগ্রি কলেজে নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন ৪৩- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। কানসাট সোলেমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত, কানসাট ইউ পি’র সাবেক চেয়ারম্যান মোঃ বেনাউল ইসলাম, অত্র কলেজের গভার্নিং বডির সভাপতি সফিকুল আলমসহ অন্যরা। এসময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।