২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ১৬ দিন ব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষ-হিসাবে দক্ষিণ এশিয় নারী দিবস উপলক্ষে ইউএনএফপিএ ও গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) এর সহযোগিতায় গাইবান্ধা স্বাধীনতা বিজয় স্তম্ভে মোমবাতি প্রজ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। জেলা সামাজিক উদ্যোক্তা দলের আহবায়ক অধ্যক্ষ জহুরুল কাইয়ুম মোমবাতি প্রজ্জলন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এতে বক্তব্য দেন সাইফুল আলম সাকা, রিক্তু প্রসাদ, মাজেদা খাতুন কল্পনা, অঞ্জলী রানী দেবী। অনুষ্ঠানে আমরাই পারি জেলা পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, মানবাধিকার নারী সমাজ, মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখা, দুর্বার নেটওয়ার্ক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং সংস্থার ব্যবস্থাপনা টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশনা করে উদীচী শিল্পীগোষ্ঠী গাইবান্ধা জেলা সংসদ।