বিএনপি’র হাই কমান্ডের সিদ্ধান্তের কারণে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর+ভোলাহাট+নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগ পত্র জমা দেন। পরের দিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শুন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করে। ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২০২৩ সালের ০১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ০৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি। শুন্য ঘোষিত পাঁচটি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২( গোমস্তাপুর+ভোলাহাট+নাচোল) আসন অন্যতম। এখানকার বিএনপি দলীয় সংসদ সদস্য আমিনুল ইসলাম ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লক্ষ ৭৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মুহা. জিয়াউর রহমান এক লক্ষ ৩৯ হাজার ৯৫২ ভোট পান। চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর+ভোলাহাট+নাচোল) আসনে জাতীয় সংসদের উপ-নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ায় নড়ে চড়ে বসেছে আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশীরা। ইতিমধ্যে তাদের অনেকেই ঢাকায় পাড়ি জমিয়েছেন। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন-গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি মুহা. জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস, এক সময়ের জাতীয় পার্টির নেতা ও ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও বর্তমানে আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আব্দুস সামাদ, রাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী সরকার, যুবলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জোর্য়াদ্দার সৈকত, যুবলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক কামরুল হাসান লিংকন, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, নাচোল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোহাম্মদ ফিটু ও গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য ও গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খুরশীদ আলম বাচ্চু।