চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা পালিত হয়েছে। নাচোল উপজেলা, পৌর ও কলেজ শাখার ছাত্রলীগের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে ডাকবাংলো চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্যর্ র্যালী বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় মিলিত হয়। পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি আলসাবার সভাপতিত্বে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস ও আব্দুল হালিম। এছাড়াও বক্তব্য রাখেন, পৌর যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হাসান তারিফ, কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন, সাধারণ সম্পাদক সৈকত আহমেদ।