চাঁপাইনবাবগঞ্জের (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) তিন উপজেলা মিলে একটি সংগঠন, সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্যবৃন্দের প্রীতি ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নাচোল রেলস্টেশন মাঠে কল্যাণ তহবিলের সদস্যদের মধ্যে লাল ও সবুজ দলের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ বিকেলে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সভাপতিত্ব করেন কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু সহ অন্যন্যোরা। ক্রিকেট ম্যাচে লাল দলকে হারিয়ে সবুজ দল চ্যাম্পিয়ন হয়। লাল দলের পক্ষে অধিনায়ক শাকিল রেজা সর্বোচ্চ ১১৪রান করেন। এর আগে ভোলাহাট ও গোমস্তাপুরে জয়লাভ করে ৩ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় লাল দল। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন লাল দলের অধিনায়ক শাকিল রেজা। এদিকে বিকেলের প্রীতি ফুটবল খেলায় অধিনায়ক শাকিল ও সহ-অধিনায়ক মোহাম্মদ আলীর নৈপুন্যে সবুজ দলকে ২-০ গোলে হারিয়ে লাল দল চ্যাম্পিয়ন হয়েছে। শেষে উভয় দলের মধ্যে পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।