জাতীয় শ্রমিক লীগের নাটোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের নাম জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম আজম খসরুর লিখিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করা হয়। এতে সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলমের নাম প্রকাশ করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সুপারিশ ক্রমে আগামী তিন বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে আরো বলা রয়েছে দ্রুত সময়ের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় কমিটির কাছ থেকে অনুমোদন নেওয়া জন্য আহবান করা হয়। কমিটি অনুমোদন নিয়ে নাটোরে প্রবেশ করলে জাতীয় শ্রমিক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী মোটরসাইকেল সোভাযাত্রা নিয়ে বরণ করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এমপি শিমুলের বাসভবনে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। পড়ে তারা সাংসদ শিমুলের নিজ বাসভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, ১ মিনিট নীরবতা পালন ও ১৯৭১ সালে এবং ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় নাটোর জেলা জাতীয় শ্রমিকলীগ অফিসে মিষ্টি বিতরণ করা হয়।