লালমনিরহাটে প্রীতি ফুটবল ম্যাচে ট্রাইবেকারে লালমনিরহাট দলের কাছে হেরেছে ব্যারিস্টার সুমনের দল। শনিবার বিকেলে ৪টায় ব্যারিস্টার সুমন ফুটবল এ্যাকাডেমি বনাম লালমনিরহাট সানরাইজ স্পোর্টিং ক্লাবের মধ্যে এ খেলায় ২-০ গোলে জয়ী হয় লালমনিরহাট। খেলার খবরে সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে জড়ো হতে থাকে ফুটবলপ্রেমীরা। অনেক দিন পর জেলায় এরকম একটি ফুটবল খেলা দেখতে কয়েক হাজার দর্শক হয়। কানায় কানায় দর্শক পূর্ণ মাঠে দুটি দলই বেশ শক্ত অবস্থান ধরে রাখে। গোল দিতে আক্রমণ করেও গোল পোস্টে কেউ বল ঢুকাতে পারেনি। পরে ট্রাইব্রেকারে ২-০ গোলে পরাজিত হয় ব্যারিস্টার সুমন ফুটবল এ্যাকাডেমি। লালমনিরহাটের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে ব্যরিস্টার সুমন লালমনিরহাটবাসীকে হবিগঞ্চে আমন্ত্রণ জানান। তিনি বলেন, যারা বিদেশের মাটিতে বাড়ি বানাতে চান, তারা যেনো এই জেলায় এসে একটি করে বাড়ি করে বাড়ি করেন। এই জেলার মানুষ অন্যান্য জেলার মানুষের চেয়ে অনেক ভালো। এর আগে ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেজে লালমনিরহাটের সমস্যা ও উন্নয়ন নিয়ে কথা বলেন। ফুটবল খেলায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা স্বপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।