আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলা হবে নৌকার ঘাঁটি। চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসন হবে শেখ হাসিনার নৌকার। সেই লক্ষ্যে আপনাদের কাজ করতে হবে। আপনাদের কথা দিতে হবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নৌকার ঘাঁটি বানাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে অনেক কিছু দিয়েছেন, ভবিষ্যতে আরও দিবেন। প্রধানমন্ত্রী ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন।
আমাদের মাথাপিছু আয় বাড়িয়েছেন। পদ্মা সেতু, মেট্রোরেল দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বানাবেন। তিনি সকলের হাতে স্মার্ট মোবাইল ফোন দিয়েছেন, দিয়েছেন সহজলভ্য ইন্টারনেট সুবিধা। তাই আগামী উপ-নির্বাচনে নৌকাকে জিতাতেই হবে। রবিবার বিকেলে শহীদ সার্টু হলে জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দের সভাপতিত্বে প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ, পৌর মেয়র মোখলেসুর রহমানসহ অন্যরা।
প্রতিনিধি সভায় ছাত্রলীগের জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীগণসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান,
সাধারন সম্পাদক এ্যাড. নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রোকনউজজামান বক্তব্য রাখেন, সঞ্চালনায় ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আশিক আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করা এবং ১ ফেব্রুয়ারির উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষে এ প্রতিনিধি সভা হয়।