গাইবান্ধায় লার্নিং শেয়ারিং ওয়ার্কসপ এ মাঠ পর্যায়ে বাস্তবায়িত প্রশিক্ষণের অভিজ্ঞতাগুলো আলোচনার মধ্য দিয়ে নতুন নতুন ধারণা অর্জন এবং কর্ম-কৌশল নির্ধারণে এসকেএস ফাউন্ডেশন এসআরএইচআর প্রকল্পের লানিং শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উত্তর হরিং সিংহায়, এসকেএস ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই ওয়ার্কশপ হয়। এতে উপস্থিত ছিলেন, কন্সিলিয়েরি এর ডিরেক্টর কামরুল হাসান, নেদারল্যান্ড ছিনোপ (ঈওঘঙচ) এর প্রতিনিধি উইলকোভিশার ও করমেনকুর্বেক্স, এসকেএস ফাউণ্ডেশন এর উপ নির্বাহী প্রধান, ড: ইমরুল কায়সার ও এসকেএস ফাউণ্ডেশন এর পরিচালক, সাইফুল আলমসহ কিশোরীদের অভিভাবক (মা-বাবা) এসকেএস ফাউণ্ডেশনের ফিন্ড ফেসিলেটেটর ও মাষ্টার ট্রেইনারগণ। এসকেএস ফাউন্ডেশন এসআরএইচআর প্রকল্পটি ডাচমিনিষ্ট্রি অবফরেন এফেয়ার্স এর অর্থায়নে ও অরেঞ্জনলেজ প্রোগ্রামের অধীনে নাফিক দ্বারা পরিচালিত। প্রকল্পটি গাইবান্ধার চর ও নদীবাহিকা অঞ্চলের মানুষের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার পরিসেবাকে আরো সহজলভ্য করার উদ্দেশ্যে কাজ করছে। সিনোপর (ঈওঘঙচ) নেদারল্যান্ড এর নেতৃত্বে কনসোটিয়াম কন্সিলিয়েরি প্রাইভেটলিমিটেড সেরাক বাংলাদেশ এসকেএস ফাউন্ডেশনের দক্ষতা বৃদ্ধির কাজ করে যাচ্ছে।