চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের প্রার্থীর বিজয়ের লক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্দোগে এক মতবিনিময় সভা হয়েছে। শনিবার বিকেলে জেলা শহরের শ্রী শ্রী রামসীতা মন্দিরে এই মতবিনিময় সভা হয়। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সৈয়দ আবদুল আওয়াল শামীম বাংলাদেশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী নির্মল কুমার চ্যাটার্জী। উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী ধনজ্ঞয় চ্যাটার্জীর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুল আওয়াল গণি জোহা, সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি পাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী দিলিপ রায়, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী স্বপন ঘোষসহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ। আগামী ১ লা ফেব্রুয়ারী চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ উপ-নির্বাচনে অসাম্প্রদায়িক চেতনায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদকে ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহব্বান জানানো হয়।