1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
রহনপুরে ঈদের দিনে ছিনতাই এর শিকার কলেজ শিক্ষিকা - দৈনিক চাঁপাই দর্পণ
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন

রহনপুরে ঈদের দিনে ছিনতাই এর শিকার কলেজ শিক্ষিকা

♦ গোমস্তাপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১২৫ বার পঠিত

রহনপুরে ঈদের দিনে ছিনতাই এর শিকার কলেজ শিক্ষিকা

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে হটাৎ করেই ছিনতাই বৃদ্ধি পায়। ঈদের দিনেও ছিনতাইকারী চক্র সক্রিয়। এদের টার্গেট মহিলাদের। পূর্ব থেকে ঔৎ পেতে থাকা যুব বয়সী ছেলেরা মোটর সাইকেল থামিয়ে মহিলাদের গতিরোধ করে ছিনতাই চালায়। ঈদের দিন মঙ্গলবার রাত সোয়া ৮ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, গোমস্তাপুর সার্কেল অফিসের গেটের সামনের রাস্তায় ছিনতাইয়ের কবলে পড়েন রহনপুর পৌর এলাকার নুনগোলা মহল্লার বাসিন্দা পূণর্ভবা মহানন্দা (পি.এম.) আইডিয়াল কলেজের প্রভাষক নাজিমউদ্দীন সরকার হীরার সহধর্মিণী একই কলেজের প্রভাষক আকতার বানু পাঁপড়ি। তিনি তার মেয়েকে সাথে নিয়ে ডাকবাংলাপাড়া মেয়ের বান্ধবীর বাসা থেকে স্টেশনপাড়ায় তার শশুর বাড়ীর যাওয়ার পথে তার সাথে থাকা স্যামসাং অ্যান্ড্রয়েড ফোন ও পার্টস ব্যাগ (কিছু টাকাসহ) পিছন দিক থেকে আসা মোটর সাইকেল আরোহী ছিনতাই করে নেয় বলে ছিনতাইয়ের শিকার আখতার বানু জানান। তিনি আরও জানান, ঘটনায় শিকার হওয়ার পর সার্কেল অফিসের পাশে অবস্থিত রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে বিষয়টি অবহিত করেন। উল্লেখ্য, এর পূর্বে গত দু’দিনে দুটি পরিবার ছিনতাইয়ের শিকার হয়। গত মঙ্গলবার রাত ৮ টায় স্টেশন বাজার থেকে বাসায় ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন সোনাইচন্ডী কলেজের প্রভাষক এমাজউদ্দীনের স্ত্রী ও কন্যা। বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী যুবক তাদের ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত চলে যায়। ব্যাগে প্রায় দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিল। গত বুধবার একই সময়ে উপজেলা চত্বরে অবস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এর কার্যালয়ের পাশে নিজ বাড়ীর সামনে ছিনতাইয়ের শিকার হন কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা মইনুল ইসলামের স্ত্রী। ছিনতাইকারী যুবক মোটরসাইকেল নিয়ে এসে তার অ্যান্ড্রয়েড ফোন নিয়ে পালিয়ে যায়। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত ইনচার্জ সাব-ইন্সপেক্টর শরিফুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ছিনতাই হওয়ার বিষয়ে আমি এখনও অবগত নই। পাশাপাশি অবস্থিত ২টি পুলিশ অফিসের পাশে পর-পর ঘটনা ঘটে। গরুত্বপূর্ণ রাস্তাগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবী জানান এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!