চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপ-নির্বাচন উপলক্ষে নৌকার নির্বাচনী জনসভা হয়েছে। শুক্রবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জনসভা হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য অধ্যাপক মোহম্মদ আলী আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি আব্দুল ওদুদ, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমানসহ অন্যরা।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা মহিলা যুবলীগের সভাপতি এ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলালীগের সভাপতি সাকিনা খাতুন পারুল, সাবেক সচিব জিল্লার রহমান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ গোলাম রাব্বানী,
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জিয়াউর রহমান তোতা, এ্যাড নজরুল ইসলাম, ডাঃ দুররুল হোদা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকন উজ্জামান, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাড আব্দুস সামাদ বকুল, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল হাকিমসহ জেলা-উপজেলা আওয়ামীলীগের ও এর অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। জনসভায় বক্তারা বলেন, গত চার বছরে কোন উন্নয়ন হয়নি, কারণ আপনারা ধানের শীষে ভোট দিয়েছিলেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।