1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নাটোরে যুবদল নেতা সাব্বির তালুকদারের শাহাদৎ বার্ষিকীতে স্মরণ সভা - দৈনিক চাঁপাই দর্পণ
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত জেলার শিবগঞ্জে বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ আদায় দাবদাহে বিপর্যস্ত জনজীবন ॥ আরও বাড়তে পারে দিনের তাপমাত্রা নির্বাচনে জনগণের রায়ের প্রতিফলন হবে না… গোমস্তাপুরে যুবলীগ নেতা টাইগারের মন্তব্য গোমস্তাপুরে বিভিন্ন কর্মসূচিতে রাজশাহী বিভাগীয় কমিশনার ইতিহাসে ভয়াবহ রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর ॥ বিচার না পেয়ে হতাশা চাঁপাইনবাবগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবক প্রশিক্ষণের উদ্বোধন বিপুল টাকাসহ পাবনা পাউবোর দুই প্রকৌশলী আটক ॥ ঠিকাদার পলাতক! রহনপুরে সহকারী অধ্যাপক মোঃ মোহসিন আলীর বিদায় সংবর্ধনা ট্রেনে কাটা পড়ে ইজিবাইক এর ২ যাত্রীর মৃত্যু

নাটোরে যুবদল নেতা সাব্বির তালুকদারের শাহাদৎ বার্ষিকীতে স্মরণ সভা

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪৬ বার পঠিত

নাটোরে যুবদল নেতা সাব্বির তালুকদারের শাহাদৎ বার্ষিকীতে স্মরণ সভা

নাটোরে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা ও যুবদল নেতা সাব্বির আহম্মেদ তালুকদার গামার ১৯ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নাটোর জেলা, সদর ও পৌর শাখার আয়োজনে স্বরণ সভা ওদোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুব দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন সোহাগ, সোনোয়ার হোসেন তুষার। উল্লেখ্য, নাটোর জেলার রামশার কাজীপুর কামার পাড়া বাজারে ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি খুন হন সাবেক ভূমি উপমন্ত্রী ও বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর ভাতিজা সাব্বির আহমেদ গামা। বাড়ি থেকে বাজারে আসার পথে সর্ন্ত্রাসীরা প্রথমে তাঁর ওপর গুলি চালায়। এরপর কুপিয়ে গামার মৃত্যু নিশ্চিত করে। ৮ ফেব্রুয়ারি গামার বাবা রফিকুল ইসলাম তালুকদার নলডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজসহ ১৫ জন এবং অজ্ঞাত পরিচয় আরো ১৫-১৬ জনকে আসামি করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে নলডাঙ্গা থানার সহকারী পরিদর্শক ওবায়দুর রহমান ২০০৪ সালের ১৫ জুন ২১ জনের নামে অভিযোগ পত্র (চার্জশিট) দাখিল করেন। পরে বিবাদী পক্ষের আবেদনে মামলাটি বিচারের জন্য নাটোর জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়। সেখান থেকে মামলাটি ঢাকার দ্রুত বিচার আদালতে পাঠানো হয়। শুনানি শেষে ২০০৬সালের ২৪ আগস্ট ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারক ফিরোজ আলম অভিযুক্ত ২১ জনের ফাঁসির আদেশ দেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ মামলার পলাতক আসামিরা আত্মসমর্পণ করে এবং মামলাটি রাজনৈতিক দাবি করে কারা কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আবেদনটি রাষ্ট্রপতির কাছে পৌঁছালে তিনি ২০ জনের শাস্তি মওকুফ করেন। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত নথি কারাগারে পৌঁছায় এবং আসামীরা মুক্তি পায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!