গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের নব নির্বাচিত এমপি ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান রিপনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সাঘাটার বোনার পাড়া সরকারী কলেজের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বোনার পাড়া সরকারী কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামছীল আরেফীন টিটু, সাবেক সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনসহ সংশ্লিষ্ট কলেজের শিক্ষক ও আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।