নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুৎ-জ্বালানী তেল-নিত্যপণ্যের দাম কমানো, সেচের বিঘাপ্রতি মূল্য নির্ধারণ, গরীব মানুষের জন্য পল্লীরেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু, বিদ্যুতে অফিসের হয়রানি দুর্নীতি বন্ধের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের ডাকে গাইবান্ধায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কের সামনে বাম জোটের জেলা সমন্বয়ক ও বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সংগঠক মোস্তাফিজুর রহমান মুকুল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, কমিউনিস্ট পার্টি, জেলা কমিটির সদস্য ও পলাশবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা নেতা মৃণাল কান্তি বর্মন। সমাবেশ পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার।