চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন আমানুরা মিশন এলাকায় ৪০ দিন কর্মসূচী প্রকল্পের আওতায় শ্রমিক হিসেবে কাজ করে টাকা না পাওয়ায় জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন শ্রমিক রোকিয়া বেগম, মোঃ দেলহাজ ইসলাম, মোসাঃ শাহানারা, মোসাঃ সুমেরা বেগমসহ আরো কয়েকজন অসহায় দরিদ্র। বুধবার দুপুরে লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন শ্রমিকরা। ৪০ দিনের কাজ সমাপ্ত হওয়ার প্রায় ০৩(তিন) মাস অতিবাহিত হলেও টাকা না পাওয়ায় ঝিলিম ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান কে বিষয়টি জানালেও কোন সমাধান না পেয়ে অবশেষে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করে বুধবার দুপুরে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিলিম ইউনিয়নের আমানুরা সাইফুদ্দীন পাড়ার মোঃ আলতাজ আলীর মেয়ে রোকিয়া বেগম, দরগাপাড়া মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ দেলহাজ ইসলাম, ঝিলিম বাজারের মোঃ বাদশা’র মেয়ে মোসাঃ শাহানারা, আমনুরা টংড়াপার মোঃ আবেদ আলীর মেয়ে মোসাঃ সুনেরা বেগম বিগত ৩ (তিন) নাম পূর্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার ঝিলিম ইউনিয়ন আমনুরা মিশন এলাকায় ৪০ দিন কর্মসূচী প্রকল্পের আওতায় শ্রমিক হিসেবে কাজ করেন। বর্তমানে প্রকল্পের নির্ধারিত ৪০ দিনের কাজ সমাপ্ত হওয়ার প্রায় ০৩(তিন) মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত উক্ত প্রকল্প কাজের পারিশ্রমিক পাই নি। এ বিষয়ে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সাথে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে জানানো হয়। চেয়ারম্যানের সাথে কয়েকবার যোগাযোগ করা হলে পরবর্তীতে ২৭ ফেব্রুয়ারী জানান, আমাদের “উক্ত ৪০ দিন কর্মসূচী প্রকল্পের পারিশ্রমিকের ব্যাপারে আপনারা টাকা পাবেন কি পাবেন না, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বলে সাফ জানিয়ে দেন। অসহায় দরিদ্র মানুষ উক্ত পারিশ্রমিকের টাকা না পেলে অপূরনীয় ক্ষতি হবে, এমনকি পরিবারের লোকজনকে না খেয়ে দিনপার করতে হবে বলে জানানো হয় অভিযোগে। এব্যপারে জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কাজ করে থাকলে অবশ্যই তারা পারিশ্রমিক পাবে। বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।