যথাযোগ্য মর্যাদায় জেলায় পালিত হয়েছে পবিত্র সবে বরাত। এই মহিমান্বিত রজনীতে ধর্মপ্রাণ মুসলমানগণ মসজিদে মসজিদে বিশেষ নফল নামাজ আদায় করেন। মিলাদ ও দোয়া মাহফিল হয়। নিজ নিজ গুনাহ মাফের জন্য মহান আল্লাহ’র কাছে ক্ষমা প্রার্থণা করেন মুসল্লিরা। মুসল্লিরা বিভিন্ন জিকির-আজগার, কোরআন তেলাওয়াত, তসবিহ পাঠ, নফল নামাজ আদায় করেন সুবহে সাদেকের পূর্ব পর্যন্ত। গভীর রাতে আল্লাহ’র কাছে নিজের গুনাহ মাফ চেয়ে এবং আগামী দিনে ইবাদত বন্দেগী করা এবং পাপ কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করে আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লীরা। বাড়িতে মহিলারাও নফল নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে রাত যাপন করেন। প্রত্যেক মসজিদে দেশের ও সকল মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।