গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপেজলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতা কাপ আন্তঃস্কুল দাবা চ্যাম্পিয়নশীপ ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। উপেজলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা, প্রভাষক দীপক করসহ অন্যরা। খেলায় বিভিন্ন স্কুলের শিক্ষাথীরা অংশ নেয়।