‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়-দুর্যোগ প্রস্তুতি সবসময়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে র্যালী, আলোচনা সভা, মানুষকে সচেতন এর লক্ষে দুর্যোগ মোকাবেলার নানা মহড়ার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিন্দলসহ অন্যরা। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়। শেষে দূর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিশেষ মহড়া হয়।