গাইবান্ধার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও শিক্ষকদের মিলন মেলা, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মিলন মেলার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র গাইবান্ধা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন। আলোচনা সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মিলন মেলার আহ্বায়ক প্রাক্তণ শিক্ষক ফিরোজ-উন-নবী, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম প্রধান, কানাডা প্রবাসী প্রাক্তণ শিক্ষার্থী খন্দরকার আলমগীর হোসেন স্বপন।