গাইকান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর মোল্লাপাড়া জামে মসজিদের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এ নির্মান কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদুসহ ইউনিয়নবাসী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।