আসন্ন রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মূল্যের স্থিতিশীলতা বজায়, সরবরাহ পর্যাপ্ত রাখা, নিরাপদ খাদ্য, খাদ্যে ভেজাল, দূষণ প্রতিরোধ ও নিরাপত্তা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে রবিবার বিকেলে চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহ-সভাপতি মসিউল করিম বাবু, নবাব অটো রাইস এন্ড ফিড মিলস্ লিমিটেড’র সত্বাধিকারী আলহাজ¦ মোঃ আকবর হোসেন, মফিজ অটো রাইস মিলের মালিক মোঃ মফিজ উদ্দিন, বাহরাম আলীসহ জেলার বিশিষ্ট ও সাধারন ব্যবসায়ীরা। রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য মূল্যের স্থিতিশীলতা ও সরবরাহ পর্যাপ্ত রাখা, নিরাপদ খাদ্য, খাদ্যে ভেজাল, দূষণ প্রতিরোধ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।