1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নাটোরের চার উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত-সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক দুর্ঘটনা রোধে চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ’র গনসচেতনতামূলক কার্যক্রম শিবগঞ্জের পাঁকা ইউপির বাজেট সভা রহনপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজারের ৭০ ক্ষুদ্র ব্যবসায়ীর মানবেতর জীবনযাপন শিবগঞ্জে প্রধান শিক্ষকের নেতৃত্বে দোকান ভাংচুর-লুটের অভিযোগ র‌্যাবের হাতে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জে সাত মাসে হাফেজা হওয়া হামিদাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পোরশায় শিশু শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের পোশাক বিতরণ গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন কবি মাইদুল ইসলাম মুক্তার আর নেই-বিভিন্ন মহলের শোক

নাটোরের চার উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত-সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক

সাজেদুর রহমান-নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৪২ বার পঠিত

নাটোরের চার উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত-সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক

নাটোর জেলার চারটি উপজেলায় আর কেউই গৃহহীন ও ভূমিহীন থাকবেনা মর্মে সংবাদ সম্মেলন করেছেন নাটোরের জেলা প্রশাসক। রবিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ। ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলাগুলো হচ্ছে- লালপুর, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর। এর আগে জেলার বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাটোর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৬৭০টি। ইতোমধ্যে তিন পর্যায়ে বাগাতিপাড়া উপজেলায় ৩৮৪টি গৃহ নির্মাণের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। সর্বশেষ চারটি পর্যায়ে লালপুর উপজেলায় ৬২৯টি, বড়াইগ্রাম উপজেলায় ৬৪৫টি এবং গুরুদাসপুর উপজেলায় ৩৯৪টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীর নির্মিত ব্যারাকে ২৭০টি পরিবার পুনর্বাসিত হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত ভূমিহীন ও গৃহহীনমুক্ত দেশ গঠনে নাটোরের জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন খাস জমি উদ্ধার এবং বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শে সরকারের নীতিমালা অনুযায়ী দুই শতাংশ জমির ওপরে দুই লাখ ৮৪ হাজার ৫০০ টাকা ব্যয়ে প্রতিটি গৃহ নির্মাণ করেছে। আগামী ২২ মার্চ ৩ উপজেলায় পুনর্বাসিত পরিবারের নিকট জমির দলিলসহ বাড়ির চাবি হস্তান্তর করা হবে। পুনর্বাসিত পরিবারের সদস্যদের মধ্যে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রশিক্ষণসহ কর্মসহায়ক উপকরণ প্রদান করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2022 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!