জয়পুরহাটের পাঁচবিবিতে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত সরিষা প্রদর্শনীর কৃষক মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাঁচবিবির আয়োজনে রাধাবাড়ী গ্রামে অনুষ্ঠিত উক্ত মাঠ দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান। মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নজরুল ইসলাম। উপজেলা কৃষি সম্প্রসারণ রাজেস প্রসাদের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক রাহেলা পারভীন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামীম হোসেন, জেলা প্রমিক্ষণ কর্মকর্তা আব্দুল করিম, প্রকল্প মনিটরিং অফিসার আখেরুর রহমান, স্থানীয় পৌর কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফিয়া বেগমসহ অন্যরা।