চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশীয় সুটারগানসহ মো. জুবায়ের (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রহনপুর কেডিসিপাড়া এলাকার একটি আম বাগানে কৌশলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুবায়ের রহনপুর পুরাতন বাজার এলাকার জিল্লুর রহমানের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহবুব রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি। রহনপুর কেডিসি পাড়া এলাকার একটি আম বাগানে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এস.আই মোঃ শাহরিয়ার, এস.আই শওকতসহ পুলিশের একটি টিম লুঙ্গি পরে ওই আমবাগানে অভিযান চালিয়ে জুবায়েরকে একটি দেশিয় সুটারগানসহ গ্রেফতার করে। গ্রেফতাকৃত ব্যক্তির বিরুদ্ধে এর আগের আরও একটি মাদক মামলা রয়েছে।