1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
রিকশাচালককে মারধর ॥ সেই আইনজীবীকে শোকজ - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

রিকশাচালককে মারধর ॥ সেই আইনজীবীকে শোকজ

দর্পণ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৮৯ বার পঠিত

রিকশাচালককে মারধর ॥ সেই আইনজীবীকে শোকজ

যশোরে রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় ওই নারী আইনজীবীকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে জেলা আইনজীবী সমিতি। অ্যাডভোকেট আরতী রাণী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দেয়া যশোর জেলা আইনজীবী সমিতি। আইনজীবী আরতী শহরের অম্বিকা বসু লেনের নীলরতন ঘোষের স্ত্রী। এদিকে, এই আইনজীবীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবববন্ধন হয়েছে এলাকায়। আরতী রাণী ঘোষ নামের এই অ্যাডভোকেট যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য। মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে যশোর জেলা ভ্যান রিকসা শ্রমিকলীগের উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে ওই আইনজীবীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে মানববন্ধনে। মানববন্ধনে বক্তরা বলেন, শিক্ষিত এবং আইনের মানুষ হয়েও বেআইনি কাজে তারা লজ্জিত। বিনা দোষে একজন নারী আইনজীবী রিকশাচালককে প্রকাশ্যে মারধর ও জুতাপেটা করে ঘৃণার কাজ করেছেন। নারী আইনজীবীর এই কাজে দেশের সকল আইনজীবীর মর্যাদাহানি হয়েছে। তারা এই আইনজীবীকে শাস্তির আওতায় আনার দাবি জানান। যশোর জেলা ভ্যান রিকশা শ্রমিকলীগের সভাপতি আবু তাহের মিয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনছুর আলী, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী আবদুস সবুর হেলাল, জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জবেদ আলী প্রমুখ। রোববার দুপুরে যশোর আদালতের সামনে মুজিব সড়কে এক রিকশাচালককে মারধরের অভিযোগ ওঠে আইনজীবী আরতি রানী ঘোষের বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। আইনজীবী আরতী শহরের অম্বিকা বসু লেনের নীলরতন ঘোষের স্ত্রী। ভুক্তভোগী রিকশাচালক সাইফুল ইসলাম (৪০) সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের আব্দুলপুর সিজালি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে রিকসাচালক সাইফুল ইসলাম বলেন, ১৬ বছর এই শহরে রিকশা চালাই। ঘটনার দিন যশোর পার্সপোট অফিস থেকে একটি যাত্রী নিয়ে শহরের পালবাড়ির দিকে যাচ্ছিলাম। পথিমধ্যে আদালতের সামনের সড়কে আসলে ওই নারী আইনজীবী হঠাৎ করেই রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় তার গায়ে লেগে যায় রিকশার চাকা। আমি তাৎক্ষণিক রিকশা থেকে নেমে তার কাছে মাফ চাই। তিনি আমাকে জামার কলার ধরেই গালাগালি দিয়েই এলোপাতাড়ি চড়থাপ্পড় মারতে থাকেন। বারবার তাকে মাফ চাই, তিনি মাফ তো করলেন না বরং মারতে থাকেন। সাইফুল আরও বলেন, এক পর্যায়ে রিকশা নিয়ে আমি পালিয়ে আসি আমার যাত্রীকে নিয়ে। যাত্রীকে তার গন্তব্য পৌঁছে দেওয়ার পর ওই যাত্রী আমার মার খাওয়া দেখে ওষুধ কেনার জন্য একশ টাকা দেন। এরপর শহরের গ্যারেজে রিকশা জমা দিয়ে বাড়িতে এই ঘটনা কাউকে না জানিয়ে বাড়িতে বিশ্রাম নেই দুই দিন। পরে ভিডিওটি ভাইরাল হলে সবাই জানতে পারে। এরপর স্বজনেরা আমাকে হাসপাতালে ভর্তি করে। এদিকে, রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় আইনজীবী আরতি রানীকে শোকজ করেছে যশোর জেলা আইনজীবী সমিতি। যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা স্বাক্ষরিত নোটিশ মঙ্গলবার সকালে এই আইনজীবীর বাড়িতে পাঠানো হয়। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু মোর্তজা বলেন, আইনজীবীদের প্রতীক কালো গাউন পরা অবস্থায় রিকশাচালককে প্রকাশ্যে মারধরের ঘটনায় আইনজীবীদের জন্য মর্যাদাহানিকর। এ বিষয়ে বক্তব্য উপস্থাপনের জন্য আরতি রানী ঘোষকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। ওই নোটিশে আগামী তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষ না হলে আরো কঠোর সিদ্ধান্ত নিবে সমিতি। ইতোমধ্যে হাসপাতালে ভর্তি রিকসাচালককে আমরা চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। তার চিকিৎসার সকল খরচ সমিতি বহন করবে। মারপিটের বিষয়ে আইনজীবী আরতি রানী ঘোষ তাৎক্ষণিকভাবে বলছিলেন, তিনি কোর্ট থেকে ফেরার পথে সড়ক অতিক্রম করতে গেলে ওই রিকশাচালক তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। এ কারণে তিনি তাকে মারধর করেন। উত্তেজিত হয়ে তিনি এ কাজ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!