চাঁপাইনবাবগঞ্জ নেসকোর সাব-স্টেশনে কর্মকর্তাদের গাফেলতিতে ৩৩ কেভি লাইনের উপরেই বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন মিজানুর রহমান নামে এক লাইন সাহায্যকারীর। বৃহস্পতিবার জেলা শহরের হুজরাপুরস্থ সাব-স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান বরিশাল জেলার উজিরপুর উপজেলার আটিঁপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের ছেলে। নিহতের সহকর্মীরা জানান, ৩৩ কেভি লাইনের ব্রেকার পড়ে গেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ঠিক করতে উপরে উঠেন লাইন সহকারী মিজানুর রহমান। কাজ শুরুর আগে তাঁকে লাইন সংযোগ বিছিন্ন করার কথা জানানো হয়। এতে কাজ শুরুর পর হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় মিজানুর রহমান। নেসকোর লাইনম্যান (বি) আফসারুল হক জানান, ৩৩/১১ কেভির ওসিআর নষ্ট ছিল। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে তা পরিবর্তন করার নির্দেশ আসে। কাজ করা লাইন বাদ দিয়ে অন্য লাইনে সাট ডাউন করা হয়েছিল। কাজের জায়গায় নির্বাহী বা সহকারী প্রকৌশলীর উপস্থিতিতে সাট ডাউন করার কথা থাকলেও সেখানে ছিল একজন উপ সহকারী প্রকৌশলী। নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিউল আজিম অভিযোগ অস্বীকার করে জানান, নিরাপত্তা নিয়ে কোন ধরনের গাফেলতি ছিল না। সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেই কাজ চলছিল। নেসকো কর্তৃপক্ষ এ বিষয়ে তদন্ত করবে। তদন্তে কোন গাফেলতি পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করবে নেসকো। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।