চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভ্যন্তরিন ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ভোলাহাট খাদ্য গুদামে ফিতা কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারেক-উজ-জামান, ভোলাহাট খাদ্য গুদামের পরিদর্শক মুঃ শামিরুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সূত্রে জানা গেছে, ধান ১হাজার ২’শত টাকা মণ দরে ৩’শ৫৮ মেঃটন। ১হাজার ৭৬০ টাকা মণ দরে চাল ৩৫ মেঃটন ও ১হাজার ৪’শ টাকা মণ দরে গম ২’শ৭৩মেঃ টন করে প্রকৃত কৃষকের কাছ থেকে ক্রয় করা হবে। উদ্বোধনী সময় সরকারের বেঁধে দেয়া দামে উপজেলার বাহাদুরগঞ্জ গ্রামের কৃষক মোঃ রাব্বুল হোসেন ১২ মণ ধান দিয়ে বেশ খুশি।