1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নাচোলে ৩টি দোকানঘর ভস্মীভূত ॥ সর্বশান্ত ৩টি পরিবার! - দৈনিক চাঁপাই দর্পণ
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরনী চাঁপাইনবাবগঞ্জে টিফিন খরচের টাকা নিয়ে অসুস্থ অভিভাবকের পাশে শিক্ষার্থীরা শিবগঞ্জে তুচ্ছ ঘটনায় একজনকে পিটিয়ে হত্যা শিবগঞ্জ উপজেলা নির্বাচন- মোবারকপুরে বেনাউল ইসলামের নির্বাচনী প্রচারণা নিয়ামতপুরে পিটিআইয়ে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ বন্ধ নাটোরে র‌্যাবের হাতে হত্যা মামলার পলাতক দুই আসামী গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও পূজামন্ডপ নেতৃবৃন্দের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’র উদ্বোধন

নাচোলে ৩টি দোকানঘর ভস্মীভূত ॥ সর্বশান্ত ৩টি পরিবার!

নাচোল প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৫৭ বার পঠিত

নাচোলে ৩টি দোকানঘর ভস্মীভূত ॥ সর্বশান্ত ৩টি পরিবার!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনটি দোকান ঘর ভস্মিভূত হয়। গতকাল শুক্রবার নাচোল উপজেলার হাঁকরইল গ্রামে দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় আনুমানিক ১২টা ৩০মিনিটে আগুনের লেলিহান শিখা দোকানের উপর দিয়ে দেখতে পাই। পরবর্তীতে আগুন নিভাতে কাছে এলে দোকানে রাখা দুটি গ্যাস সিলিন্ডার পরপর বিস্ফোরিত হলে সাধারণ জনগণ আগুন নিভাতে কিছুটা ভীতসন্ত্রস্ত হয়।

পরে নাচোল ফায়ার সার্ভিস কর্মীগণ ও সাধারণ জনগণের ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, ততক্ষণে দোকানের সব মালামাল, আসবাবপত্র, এমনকি ছাদের টিনসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। দোকান মালিক জাহিদ জানান, ১০:৩০ মিনিটে আমি দোকান ঘর লাগিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেই। এরপর রাত ১২ঃ৪৫ মিনিটে মুঠোফোনে আমার দোকানের আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দেখি দোকানঘর দাউ দাউ করে জ্বলছে। আর এক পল্ট্রি ব্যবসায়ী বুলবুল জানান, রাত দশটার দিকে প্রতিদিনের ন্যায় আমি দোকান লাগিয়ে বাসায় চলে যাই। আগুন লাগার খবর শুনে ছুটে এসে দেখি আমার দোকানের প্রায় সব কিছুই পুড়ে শেষ। অন্য এক গুদাম ব্যবসায়ী দোকানদার খইবুর রহমান একই কথা জানান। তিন দোকানের সব মিলিয়ে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ ৮লক্ষ টাকা। নিম্ন মধ্যবিত্ত পরিবারের দোকানীরা আরও জানান, ঋণের টাকায় চালানো দোকান সেটাও পুরে আজ আমরা পথে বসেছি।পরিবারের খরচ ও ঋণের টাকা বহন করার ক্ষমতা আমাদের একেবারেই নেই। দোকানীদের অভিযোগ, কেউ তালা ভেঙে ইচ্ছাকৃতভাবে দোকানে আগুন দিয়েছে। গ্রামের সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতা না পেলে পাশের বাড়িগুলোতে আগুন ছড়িয়ে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকগুন বেড়ে যেত। ফায়ার সার্ভিস অফিসার গোলাম মোস্তফা জানান, ৯৯৯লাইনে কল করলে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। সব কিছু খুইয়ে সর্বস্বান্ত দোকানিরা সর্বশেষ সরকারের সাহায্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2022 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!