নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ২টি কাঁচা রাস্তাপাকা করণে ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নে ৪৪লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে ৩৫০ থেকে ৯৫৮ মিটার জামতলা মোড় কালুপাড়া রাস্তার বাইপাস রেলওয়ে ষ্টেশনের মফিজের বাড়ি থেকে ধানাইদহপাড়া রাস্তা ও একই ইউনিয়নের ৩৫ লাখ ৭৭ হাজার ৩৭৬ টাকা ব্যয়ে ৪০০ মিটার হোসেনপুর পাঁকামোড় হইতে হোসেনপুর কবরস্থান পর্যন্ত রাস্তা পাকা করণের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন নাটোর-১ (ললপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-১ (ললপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল। এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আ স ম মাহমুদুল হক মুকুল আওয়ামীলীগ নেতা বাবুল আকতার,গোপালপুর পৌর আওয়ামী লীগের নেতা রোকুনুজ্জামান, ৬নং দুয়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুদরত ই খোদা পনির সহ উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ান আওয়ামীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে দুয়ারিয়া ইউনিয়ানের হাপানিয়া এলাকায় শ্রী শ্রী দূর্গা মন্দিরের নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়।