1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
‘গঙ্গা চুক্তির অবসানে বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনার - দৈনিক চাঁপাই দর্পণ
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বারঘরিয়ার ভ্রাম্যমাণ বাজারের ৭০ ক্ষুদ্র ব্যবসায়ীর মানবেতর জীবনযাপন শিবগঞ্জে প্রধান শিক্ষকের নেতৃত্বে দোকান ভাংচুর-লুটের অভিযোগ র‌্যাবের হাতে ১৩ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবগঞ্জে সাত মাসে হাফেজা হওয়া হামিদাকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান পোরশায় শিশু শিক্ষার্থীদের মাঝে উপজেলা চেয়ারম্যানের পোশাক বিতরণ গোমস্তাপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন কবি মাইদুল ইসলাম মুক্তার আর নেই-বিভিন্ন মহলের শোক ভোলাহাটে একটি বিদ্যালয়ের কমিটি অনুমোদনের আগেই সদস্যদের পদত্যাগ ভোলাহাটে একটি বিদ্যালয়ের কমিটি অনুমোদনের আগেই সদস্যদের পদত্যাগ নার্সদের ৫ দফা দাবিতে উত্তাল রাজশাহী

‘গঙ্গা চুক্তির অবসানে বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনার

স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৪৪ বার পঠিত

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস

‘গঙ্গা চুক্তির অবসানে বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনার

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজশাহীতে ‘গঙ্গা চুক্তির অবসানে বাংলাদেশের করণীয়’ শীর্ষক সেমিনার হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর শাহ ডাইন কনভেনশন সেন্টারে এ সেমিনার হয়। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার আয়োজনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্তর্জাতিক নদী আইন বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ড. আসিফ নজরুল। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন, রাজশাহী শাখার সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর (অবঃ) ড. আব্দুর রহমান সিদ্দিকী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, হেরিটেজ রাজশাহীর সভাপতি ও বিশিষ্ট লেখক ও নদী গবেষক মাহবুব সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ আনোয়ার সাদত, সহ-সভাপতি এসএম শফিকুল ইসলাম কানু, সাধারণ সম্পাদক এ্যাড. আনোয়ার হোসেনসহ অন্যরা। সেমিনারে ডকুমেন্টরী উপস্থাপন করেন, ড. সাদিকুল ইসলাম স্বপন। উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসলাম উদ্দোলা, নদী বাঁচাও আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি রবিউল আলম টুটুলসহ অন্যরা। বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের কালো থাবায় পদ্মা, মহানন্দাসহ বাংলাদেশের ৫০টি নদী মরা খালে পরিণত হয়েছে। কার্যকরী পদক্ষেপ না নিয়ে এভাবে চলতে থাকলে দেশ মরুভুমিতে পরিনত হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2022 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!