চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে পুরোহিত ও ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়েল আহাম্মদ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, পুরোহিত ও ইমামরা উপস্থিত ছিলেন। সভায় মাদক, বাল্যবিয়ে, যৌতুক প্রতিরোধ ও সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ে আলোকপাত করা হয়।