নাটোরের বাগাতিপাড়া উপজেলার প্রত্যন্ত এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে। সোমবার উপজেলার স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামারের আমন্ত্রণে তিনি বাগাতিপাড়া সফর করেন। সুইডেনের রাষ্ট্রদূত সে দেশের পতাকাবাহী গাড়িতে বাগাতিপাড়ায় পৌঁছেন। শুরুতেই তিনি পৌর ভূমি অফিসের পেছনে মুক্ত খামার কার্যালয়ে যান। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা সরকার ফুলেল শুভেচ্ছায় সুইডেনের রাষ্ট্রদূতকে স্বাগত জানান। পরে তিনি স্থানীয় আমবাগান পরিদর্শন করেন এবং আমপাড়ার পদ্ধতি দেখে মুগ্ধ হন। এরপর মুক্ত খামার পরিচালিত কাউ ফাউন্ডার ইনিশিয়েটিভ (সিএফআই) প্রকল্পসহ খামারের সব কার্যক্রম পরিদর্শন করেন। তিনি উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠি পরিদর্শন করেন। দুপুরে তিনি মুক্ত খামারের কার্যক্রম ও খামারি সদস্য, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতি, সমাজসেবক, গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন। বিকেলে তিনি তাঁর সফরসঙ্গীসহ উপজেলার সুইডেন পাড়া গ্রাম পরিদর্শন করেন ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, হেড অব অ্যাডমিন জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন।