পুলিশ সুপার জয়পুরহাট প্রথম ফিদে স্ট্যান্ডার্ড রেটিং আন্তর্জাতিক দাবা টুর্নামেন্টের শুরু হয়েছে। শুক্রবার (২৬ মে) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে দুই দিনব্যাপী এ টূর্নামেন্টের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খাজা সামছুল আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র ইকবাল হোসেন সাবু, সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা, জেলা পুলিশিং কমিটির সদস্য সচিব নন্দলাল পার্শী, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোরশেদুল আলম লেবু অন্যান্যরা। জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, যারা খেলাধুলা করেন, তাদের মন ভালো থাকে, তারা শান্তিতে থাকেন। মাদক, সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা থেকে দূরে থাকেন। সুন্দর সমাজ গঠন করতে বেশি করে খেলাধুলার আয়োজন করার আহ্বান জানান তিনি। এই টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতের ১ শত ৫০ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।