নাটোরের লালপুর উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যায়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। দুপুরে বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় প্রাঙ্গণে একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি খাইরুল বসার ভাদু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর—১ (লালপুর—বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, সহকারী প্রকৌশলী শিক্ষা আব্দুল হালিম, উপ—সহকারি প্রকৌশলী শিক্ষা সেলিম রেজাসহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ। এর আগে উপজেলার বুধপাড়া এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশলের বাস্তবায়নে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মাধ্যেমে ১ কোটি ৮০ লাখ ৮৬ হাজার ৬৩৫ টাকা ব্যয়ে পাইড ওয়াটার সাপ্লাই স্কীম এর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।