চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে শিকারী মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি অনুমোদনের আগেই ৫ জন সদস্য পদত্যাগ করেছেন বলে জানা গেছে। গত ১৮ মে প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাসের কাছে ৩ জন শিক্ষক প্রতিনিধি, ১ জন দাতা সদস্য ও ১ জন অভিভাবক সদস্য ব্যক্তিগত কারণ উল্লেখ করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে অফিস সূত্রে জানা যায়। মোট ৯ জন সদস্যের মধ্যে ৫ জন সদস্যের পদত্যাগপত্র বিভিন্ন দপ্তরে জমা হওয়ায় কমিটি গঠন করা যাবেনা বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এবিষয়ে প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ৫ জনের পদত্যাগপত্র জমা পেয়েছি। অন্যতম এক অভিভাবক সদস্য মোঃ রেজাউল করিম বলেন, আমার ব্যক্তিগত কারণেই অভিভাবক সদস্য পদ থেকে পদত্যাগ করেছি। উল্লেখ্য, গত ১৬ মে ২০২৩ প্রত্যক্ষ ভোটে প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব মোহাঃ কামিরুল ইসলামকে ১ ভোটের ব্যবধানে সলেহ আহমেদ সজীব সভাপতি নির্বাচিত হয়েছিলেন।