শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে জেলার গোমস্তাপুরে। গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপি আয়োজনে মঙ্গলবার বিকেলে রহনপুর টেলিফোন অফিসের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক পার্বতীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
বক্তব্য রাখেন, রহনপুর পৌর বিএনপি আহবায়ক এনায়েত করিম তৌকি, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, রহনপুর পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন, সাদেক হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপি নেতা শহিদুজ্জাম বাবলু, বাংগাবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।