শিবগঞ্জে দশ ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে দশ ভাইয়া বংশের মোসাঃ হামিদা খাতুন ১৩ বছর বয়সে মাত্র সাত মাসের ব্যবধানে হাফেজা হওয়ায় হাফিজা মোসাঃ হামিদা খাতুমকে সংবর্ধনা দেয়া দেয়া হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামে একটি আম বাগানে এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম। অনুষ্ঠানে ঢাবির রসায়ন বিভাগের শেয বর্ষের শিক্ষার্থী ও দশ ভাইয়া ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শামসুল হক ড্যানির সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডাঃ মাহফুজ রায়হান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও হাফেজা মোসাঃ হামিদা খাতুনের পিতা মাওলানা আব্দুল হামিদ, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল জলিল মাস্টার, মনাকষা ইউপির ৫নং ওয়ার্ড সদস্য মইনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আনেশুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোয়াজ্জেম হোসেন মন্টু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সভাপতি মাইনুল ইসলাম লাল্টু ও শিবগঞ্জ ডেলটা মেডিকেল সেন্টারের পরিচালক জাহিদুল ইসলাম জাহিদ। শেষে হাফেজা মোসাঃ হামিদা খাতুনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের তোড়া তুলে দেন দশ ভাইয়া ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মাহফুজ রায়হান ও ফাউন্ডেশনের উপদেষ্টা মন্ডলী ও বীর মুক্তিযোদ্ধাগণ।