সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নে দুই ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার সকালে ঢাকা—সিলেট মহাসড়কের দয়ামীর ইউনিয়নের সোয়ারগাঁও এলাকা এ ঘটনা ঘটে। সোমবার তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি মাহবুবুর রহমান জানান, সোমবার সকালে সিলেটগামী একটি ট্রাক ওই এলাকায় অল্পকিছু সময়ের জন্য থামে। এ সময় সিলেটগামী অপর একটি ট্রাক সজোরে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।