চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রেনে কাটা পড়ে আমেনা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। বেলা ১১ টার দিকে উপজেলার রহনপুর রেলষ্টেশনের কাছে হটাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই এলাকা মৃত খোশ মোহাম্মদের স্ত্রী। রহনপুর রেল ষ্টেশনের সহকারী ষ্টেশন মাষ্টার মামুন জানান, রহনপুর রেলষ্টেশন সংলগ্ন হটাৎপাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর ষ্টেশন গ্রামী ৫৭ আপ কমিউটার ট্রেন আমেনা বেগমকে ধাক্কা দেয়। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।