চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঈদুল আযহা উপলক্ষে ৪৩৯ টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে। ওই জায়গায় সকাল ৭ টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সম্পদ পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষনের আহবান জানিয়েছে জেলা প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনর সুত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদরে ১৩৪টি, শিবগঞ্জ উপজেলায় ১০৪টি, নাচোল উপজেলায় ৬০টি, গোমস্তাপুরে ১১৪টি, ভোলাহাট উপজেলায় ২৭টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সুত্রটি জানায়, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪৩৯টি তালিকা ভুক্ত ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া কিছু অস্থায়ী ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। জেলা তথ্য অফিস এ ব্যাপারে প্রচার প্রচারনা চালাচ্ছে। বিষয়টি নিশ্চত করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ে উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান। তিনি আরও জানান, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান ঈদের নামাজ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেলা শহরের কেন্দ্রীয় ফকির পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। আবহাওয়া জনিত কারণে কোন সমস্যা সৃষ্টি হলে, একই সময়ে কোর্ট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদে ঈদের নামাজ সোয়া ৭টায়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান ঈদের নামাজ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে সকাল ৭ টায় অনুষ্ঠিত হবে। অন্যদিকে, জেলা শহরের কেন্দ্রীয় ফকির পাড়া ঈদগাহে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত হবে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল মসজিদে ঈদের নামাজ সোয়া ৭টায়। আবহাওয়া জনিত কারণে কোন সমস্যা সৃষ্টি হলে, একই সময়ে কোর্ট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে, কোরানীর পশুর চামড়া জাতীয় সম্পদ। জেলার সকল কোরবানী দাতাকে এ সম্পদ সংরক্ষন করতে হবে। গরু-মহিষ, ছাগল-ভেড়ার কাচা চামড়ায় প্রয়োজনীয় লবণ দিয়ে চামড়া সংরক্ষণ এবং সুষ্ঠুভাবে ঈদের নামাজ ও কোরবানী সম্পন্ন করার জন্য জেলাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান।