নওগাঁর পোরশায় পূনর্ভবা নদিতে মাছ ধরতে গিয়ে আব্দুল জব্বার(৩০) নামে এক জেলে নিহত হয়েছে এবং মেহেদী হাসান রুবেল (২৩) নামে অপর জেলে ও ফাতেমা (৪২) নামে এক মহিলা আহত হয়েছেন। জব্বার ও মেহেদী উপজেলার কালাইবাড়ি পশ্চিম দুয়ারপাল গ্রামের নজরুলের ছেলে এবং ফাতেমা ঘাটনগর ডালমনিপাড়া গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী। জানা গেছে, জব্বার ও রুবেল সোমবার সকাল ৬টার দিকে গ্রামের পাশে পূনর্ভবা নদিতে মাছ ধরতে যায়। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। ফলে বজ্রপাতে জব্বার ঘটনাস্থলেই নিহত হয় ও রুবেল আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অপরদিকে একই সময় ফাতেমা বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাত ঘটলে সে আহত হয়। পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।