নওগাঁর পোরশায় দিনব্যাপি কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষ্যে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মেলায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। পোরশা উপজেলাধীন সকল ব্যাংকের অংশ গ্রহণে অনুষ্ঠিত মেলায় উপজেলার ১৩৪ জন কৃষকের মাঝে ১ কৌটি ২৩ লক্ষ ৭৯ হাজার টাকা বিতরণ করা হয়। এতে অগ্রণী ব্যাংক নিতপুর শাখার উদ্যেগে সর্বোচ্চ ৩৪ জন কৃষককে ৩৫ লক্ষ ৯২ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। মেলা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন অগ্রণী ব্যাংক নিতপুর শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান।
এসময় ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মামুন, সোনালী ব্যাংক নিতপুর শাখা ব্যবস্থাপক নুর আলম, জনতা ব্যাংক নিতপুর শাখা ব্যবস্থাপক রিপন কুমার, কৃষি ব্যাংক পোরশা শাখা ব্যবস্থাপক শফিকুর রহমান সহ বিভিন্ন ব্যাংক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।