1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নাটোরে খাদ্যপণ্যে ভেজাল রোধে অভিযান- জরিমানা এক লক্ষ ৪০ হাজার - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন

নাটোরে খাদ্যপণ্যে ভেজাল রোধে অভিযান- জরিমানা এক লক্ষ ৪০ হাজার

নাটোর প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১০৩ বার পঠিত

নাটোরে খাদ্যপণ্যে ভেজাল রোধে অভিযান- জরিমানা এক লক্ষ ৪০ হাজার

নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় বিভিন্ন খাদ্য উৎপাদন কারখানা ও বিক্রয় কেন্দ্রে অভিযান পরিচালনা করেএক লক্ষ চল্লিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয় কর্তৃক আজ ১৯ জুলাই, ২০২৩ খ্রিঃ তারিখে জেলার বাগাতিপাড়া ও লালপুর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়। সকালে পরিচালিত অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় প্রশাসনিক ব্যবস্থায় বাগাতিপাড়া উপজেলার ছোট চিথলিয়া এলাকায় অবস্থিত মনায়েম গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মনায়েম) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ৩০ হাজার টাকা, লালপুর উপজেলার মোহরকয়া বাজার এলাকায় অবস্থিত হাবিবুর গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: হাবিবুর রহমান) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০ হাজার টাকা, লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর বাজার এলাকায় অবস্থিত ভূট্ট গুড় ভান্ডারকে (স্বত্বাধিকারী: মো: ভূট্ট) খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ৪২ ধারায় ২০ হাজার টাকা, লালপুর উপজেলার লালপুর বাজার এলাকায় অবস্থিত মেসার্স হাসিনা বিস্কুট ফ্যাক্টরীকে (স্বত্বাধিকারী রাশেদ) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ১৫ হাজার টাকা, লালপুর বাজার এলাকায় অবস্থিত বর্ষা আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো আনোয়ারুল) পণ্যের মোড়ক ইত্যাদি যথাযথ ব্যবহার না করার অপরাধে ৩৭ ধারায় ২৫ হাজার টাকা, লালপুর উপজেলার অমৃতপাড়া বাজার এলাকায় অবস্থিত নাজমুল সুপার আইসক্রিমকে (স্বত্বাধিকারী: মো: নাজমুল ইসলাম) নকল আইসক্রিম তৈরির অপরাধে ৫০ ধারায় ৩০ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। র‌্যাব ৫ এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি চৌকশ টিমের সহায়তায় উপর্যুক্ত অভিযানটি পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর উক্ত অভিযান পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!