গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল আদর্শ ডিগ্রি কলেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে, গাজীপুর মহানগরের কাশেমপুর থানার বারেডা এলাকার রশিদ মোল্লার ছেলে মারুফ মোল্লা (২২), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দীর্ঘভূমি এলাকার রফিক উদ্দিনের মেয়ে নিলা আক্তার সূরভী (২০) এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার রঘুরামপুর এলাকার আবুল কালামের স্ত্রী শিরিনা আক্তার (৪৫)। পূবাইল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের গাজীপুর কোর্টে পাঠানো হয়েছে।