‘মানুষই মুখ্যঃ মাদক কে না বলুন,শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন’ এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মাদকবিরোধী র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মো: ছাইদুল হাসান-পিপিএম সেবা, ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, জেল সুপার মো: মজিবুর রহমান মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) মো: রোকনুজ্জামান সরকার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: ইলিয়াস হোসেন তালুকদার, ‘খ’ সার্কেলের পরিদর্শক মো: সাইফুর রহমান রানা। এছাড়াও জেলার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিগণ, বিএনসিসি ক্যাডেট এর সদস্যবৃন্দ, রোভার স্কাউটের সদস্যবৃন্দ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। আয়োজিত আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদসহ আমন্ত্রিত অতিথিরা মাদকদ্রব্যের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে পুরস্কার বিতরন করা হয়।