বেসরকারী টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর এর ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়রম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদুল হুদা অলক, দৈনিক চাঁপাই দর্পণ’র প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক সোনামসজিদের সম্পাদক মোহাঃ জোনাব আলী, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল সুকরানা, জেলা পূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক শ্রী ধনঞ্জয় চট্রোপাধ্যায়।
স্বাগত বক্তব্য রাখেন নিউজ টোয়েন্টিফোর এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ রফিকুল আলম। এসময় মোহনা টিভির জেলা প্রতিনিধি ও আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোঃ তারেক রহমান এবং মানবজমিনের প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরী নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি মোঃ রফিকুল আলমকে ফুল দিয়ে শুভেচ্ছো জানান।
ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক গৌড় বাংলা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান, দৈনিক যুগান্তর এর জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, ইনডিপেন্ডেন্ট টিভি’র প্রতিনিধি ফয়সাল মাহমুদ, জেলা প্রেসক্লাবের সহ-সম্পাদক মোঃ নাদিম হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল্লাহ, জমসেদ আলী, আসাদুজ্জামান আসাদসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার জেলা প্রতিনিধিগণ। ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।