গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ক্যাপ্টেন শেখ কামাল-এঁর ৭৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপন করেছেন জেলা প্রশাসন। শনিবার সকালে মেধাবী এই ক্ষণজন্মা তরুণ নক্ষত্রের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা করে জেলা প্রশাসন। পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মো: কামাল হোসেন। ভবিষ্যৎ প্রজন্মকে শেখ কামালের ব্যক্তিত্বে এবং কর্ম উদ্দীপনায় অনুপ্রাণিত হয়ে দেশ মাতৃকার সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান বক্তারা।