পথচারীদের রাস্তা পারপার, নাগরিক সুবিধা বিবেচনায় নগরীর অতিগুরুত্বপূর্ণ সড়কে দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজ নির্মাণ করছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার সকালে নগরীর নওদাপাড়া মোড়ে ফুটওভার ব্রিজের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহাদত আলী শাহু। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। উদ্বোধনকালে প্রকল্পের উপপরিচালক ও নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, হামিদপুর নওদাপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকলেমা খাতুন, রাসিকের সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত, উপ-সহকারী প্রকৌশলী ইউসুফ আলী, উপ-সহকারী প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, নির্মাতা প্রতিষ্ঠান মাসুদ স্টিল ডিজাইন বিডি লিমিটেডের প্রতিনিধি শফিকুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। কাউন্সিলর শাহাদত আলী শাহু জানান, নগরীর ব্যস্ততম সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের ফলে পথচারীদের রাস্তা পারাপারে দূর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এর ফলে এ এলাকার ছাত্র-ছাত্রীরা নিরাপদে বিদ্যালয়ে গমনাগমণ করতে পারবে।
রাজশাহীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহৎ এ প্রকল্পটি অনুমোদন দেয়ায় রাজশাহীবাসী উপকৃত হচেছ। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। রাজশাহী মহানগরীর সামগ্রিক উন্নয়ন তথা পিছিয়ে থাকা এলাকার উন্নয়নে ভূমিকা রাখাই রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। রাসিকের প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীতে বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় ২৭ কোটি ৯১ লাখ ৯৪ হাজার ৭১৯ টাকা ব্যয়ে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষীপুর মোড় মিন্টু চত্বর, নওদাপাড়া মোড় ও তালাইমারী মোড় ও বিনোদপুর মোড়ে ৫টি ফুটওভার নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে লক্ষীপুর মোড় মিন্টু চত্বর, তালাইমারী মোড় ও বিনোদপুর মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ এগিয়ে চলেছে।